
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়যনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকমো. হাসমত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহিরাজিউন)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাজমুল জাহান জাহান জানান, কিডনি ও মুখে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগামীকাল শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: