
বিনোদন ডেস্ক: অভিনেত্রী অদিতি রাও হায়দারি কানের লালগালিচায় প্রথমবার হাঁটবেন। কোনো সিনেমার প্রতিনিধিত্ব করতে নয়, স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর দূত হিসেবে কান সৈকতে যাবেন তিনি। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আয়োজনে ভিভোর মতো ব্র্যান্ডের অংশ হতে পেরে উচ্ছ্বসিত অদিতি। তিনি বলেন, ‘কানের লালগালিচার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত। বিভিন্ন দেশের সিনেমাকে উদ্যাপন করে এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনের অংশ হওয়া একজন শিল্পী হিসেবে আনন্দদায়ক।’
বিশ্বের নামিদামি তারকা ও অতিথিদের স্বাগত জানাতে ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠছে ভূমধ্যসাগরের তীর। আগামী ১৭ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে চলচ্চিত্র নিয়ে বিশ্বের অন্যতম প্রাচীন আয়োজন কান উৎসবের ৭৫তম আসর।
সর্বপ্রথম ১৯৪৬ সালে অনুষ্ঠিত হয় কান উৎসব। ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের মধ্যে কান অন্যতম। বিগ থ্রি-র বাকি দুটি হলো জার্মানির বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: