
আলহাজ্ব মো. আবদুর রশিদ এর কবিতা
প্রতিটি বৈশাখী উৎসবের আড়ালে দেখি অন্ধাকারের হাতছানি,
একটি বছর চলে যায়, যে যায় সে জানেনা কতটুকু রেখে গেল, তার গ্লানি।
চৈত্র এসে একদিন জানিয়ে দেয়, আমি ফুরিয়ে যাচ্ছি অন্ধকারে,
নববর্ষ তুমিও অবিকল আমার মতো উল্লাসের হাঁসি থামিয়ে নিভে যাবে ফুৎকারে।
একট শ্যামল বুক্ষ পুরোনো পাতা শূন্য হয়ে, অপেক্ষা করে বলে নতুনেরে চাই,
তেমনি জীবন বৃক্ষ মনে করিয়ে দেয়, তুমি ফুরিয়ে যাচ্ছ, নতুনেরে করে দিতে ঠাঁই।
যে চলে যায় সে হিসেব করতে জানে না, না পাওয়ার গøানি কতটুকু,
কিভাবে ফুরিয়ে যাচ্ছে বিদায়ী বর্ষগুলো, অবিকল দেখতে দেখতে সবটুকু।
বহমান স্রোতসিনি নদীও হয় বিলীন, ভাঙ্গাগড়ার কালের প্রবাহে অন্ধকারে,
তেমনি তুমি আমি ভাঙ্গা গড়ার খেলায়, পাওয়া না পাওয়ার বেদন নিয়ে চলেছি পরপারে।
তবুও নববর্ষ আশা জাগায়, বরণ করি সুন্দর করে আরও সুন্দরের আশায়,
আবার নতুন করে স্বপ্ন বুনি, কিন্তুু সময় ফুরালে আবার যব কোথায়?
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: