
বিনোদন ডেস্ক : Ne Films- প্রযোজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘আড়ি’। এর পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিথুন আহম্মেদ ও সাজিয়া ইলিয়াস। 'আড়ি' পরিচালনা করেছেন নাজমুল ইভান। টাইটেল সং ও আবহ সংগীত করেছেন এস কে আন্নু।
নাজমুল ইভানের যাত্রা শুরু মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্র দিয়ে। এরই মধ্যে তার অনেক মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে। মিথুন আহম্মেদ ও সাজিয়া ইলিয়াস বলেন, আজকের এই অর্জন সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। যদিও হুট করে কাজটা করা। দর্শকের এমন সাড়া পেয়ে খুব ভালো লাগছে, দর্শকের প্রতি কৃতজ্ঞতা।
আড়ির পরিচালক নাজমুল ইভানের প্রতি কৃতজ্ঞতা এবং আড়ি টিমের সবার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই নবাগত শিল্পীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: