নিউজ ডেস্ক : প্রবল গণআন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দেশ ছাড়েন।
বর্তমান অন্তবর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘তিনি কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব।’
বর্তমানে অন্তবর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, সে সম্পর্কে নাহিদ বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং সংবিধানের সংস্কার প্রয়োজন। তাই পরবর্তী নির্বাচন কবে হবে, তা এখনই নিশ্চিত করে বলার উপায় নেই।’
নাহিদ আরও বলেন, ‘আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই। এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে।’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: