• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পশ্চিমবঙ্গের বিনিয়োগ চায় বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৩৮ পিএম
পশ্চিমবঙ্গের বিনিয়োগ চায় বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ডেস্ক রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কলকাতায় ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বিদেশি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশও পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ করতে চায়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে টিপু মুনশি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভোলার নয়। ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ শিল্পায়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে চলেছি। আমরাও চাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে। পাশাপাশি এটাও চাই, ভারতের শিল্পপতিরাও আমাদের দেশে বিনিয়োগ করুক।
 
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সকালে শিল্প সম্মেলনে স্বাগত ভাষণ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা মানে ব্যবসা। উত্তর–পূর্ব ভারতের প্রবেশদ্বার এই বাংলা। এখানে শিল্প স্থাপনের পরিকাঠামো রয়েছে। মিলছে জমি, বিদ্যুৎ, শ্রম এবং উন্নত যোগাযোগব্যবস্থা। রয়েছে দক্ষ শ্রমিক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image