
মশিউর রহমান সেলিম, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট পৌরশহরের দাউদপুর গ্রামে শুক্রবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য সামছুদ্দিন দিদাদের পিতা-মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল ওই গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা সামছুদ্দিন দিদাদের পিতা মরহুম আবু তাহের বিএসসি শিক্ষকতার পাশাপাশি এলাকার একজন স্বজন ব্যাক্তি ছিলেন। তিনি কয়েক বছর পূর্বে চলে গেলেন না ফেরার দেশে এবং ২০১৬ সালে তাঁর সহ ধর্মীনি নাছিমা আক্তারও মৃত্যুবরণ করেন, বৃহস্পতিবার তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের সন্তান সামছুদ্দিন দিদাদের সার্বিক আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী নিজবাড়ীতে তাদের দু’জনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, স্মরণ সভা, দোয়া-মুনাজাত ও কুলখানির নানা আয়োজন নিয়ে দিনটি পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোকরা দরবার শরীফের পীর শাহ্ নেছার উদ্দিন ওয়াল্লিল্লাহ।
এ সময় বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য সামছুদ্দিন দিদারের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে নাঙ্গলকোট পৌরসভা মেয়র, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৪ সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: