• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দুর্গাপুরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো আমেরিকা প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫০ পিএম
হাত খরচের টাকা জমিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোভ
দুর্গাপুরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

দুর্গাপুর প্রতিনিধি, নেত্রকোনা:  নেত্রকোনার দুর্গাাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার কমলাবাড়ী গ্রামের শিশু শিক্ষার্থীদের সু-পেয় পানি পান করার জন্য একটি রিং টিউবওয়েল এবং ওই
এলাকার রাজটীলা গ্রামে একটি ইন্দিরা স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে ইন্দিরা ও টিউবওয়েল উদ্বোধন করেন কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল।

এ নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল আলম জানান, আমেরিকাতে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকা জমিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোভিড-১৯, বন্যা কবলিত এলাকা, শীতবস্ত্র বিতরণ সহ দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করে আসছে প্রায় ছয় বছর যাবৎ।

এরই ধারাবাহিকতায়, প্রি-স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে স্থাপন করা হয় রিং-টিউবওয়েল ও ইন্দিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হামেদ, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, ডাঃ আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আইনুল সাংমা, প্রতোষ নকরেক প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image