বানারীপাড়া প্রতিনিধি (বরিশাল): বরিশালের বানারীপাড়ায় বিএনপি দলীয় কার্যালয়ে ভিত্তিহীন মামলার স্বীকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইমরান হাওলাদার ও মোঃ ইকবাল হোসেন নিশাত।
১৯ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে তারা বলেন বিগত ১৬ বছরে আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন মামলা ও হামলার স্বীকার হয়েও দলের সাথে থেকেছি এবং দলের নিবেদিত কর্মী হয়ে কাজ করেছি।
এছাড়াও তারা বলেন যে গত ১৫ সেপ্টেম্বর আমাদের তিনজনকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আসামিরা হলেন মোঃ ইমরান হাওলাদার পিতা মোহাম্মদ মোস্তফা হাওলাদার, মোহাম্মদ ইকবাল হোসেন নিশাত পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন সরদার ও মোহাম্মদ রবিউল ইসলাম সাগর। তারা দাবি করেন এধরনের ভিত্তিহীন অভিযোগ শুধু আমাদেরকেই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে একটি চাঁদাবাজী সংগঠন হিসেবে উপস্থাপন করেছে।
আমরা এ ভিত্তিহীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর শুষ্ঠু তদন্ত দাবি করি এবং এর পাশাপাশি বিএনপির দূর্দীনের কান্ডারী উজিরপুর-বানারীপাড়ার গন মানুষের নেতা এস শরফুদ্দিন আহামেদ সান্টু ভাইয়ের কাছে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে মামলার বাদী সালাম জানায় বেশ কিছুদিন যাবত আমার ছেলের একটি ভিডিও কে কেন্দ্র করে আসামিরা আমার কাছে চাদা দাবি করে। চাদা না দিলে তারা ভিডিওটি আপলোড করবে বলে হুমকি দেয়। ৫০০০০ টাকা দিলেও তারা একটি ফেক আইডি যার নাম বানারীপাড়া বিএন পি সেখানে ভিডিওটি আপলোড করে। আমার পারিবারিক মান ক্ষুন্ন করে তাই আমি বাধ্য হয়ে মামলা দায়ের করি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: