
নিজস্ব প্রতিবেদক
আজ অমর একুশে বইমেলার চতুর্থ দিন। এদিনও নানা কর্মসূাচর মধ্যদিয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
বাংলাএকাডেমীর তথ্যানুসারে, যথারীতি সকালা ১১টা থেকে শুরু হওয়া মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এরমধ্যে শুরু হয়েছে শিশু প্রহর। চলবে ১টা পর্যন্ত। শিশুদের পদচারণায় আজও মেলা প্রাঙ্গণ থাকবে মুখরিত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: ড. আকবর আলী খান’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি আলোচনায় অংশ নেবেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাদিক।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: