• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৬ পিএম
স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু
স্বামী-স্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান। এর এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিনকে (৫৫) জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মৃত্যুবরণ করেন।

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন। তাদের দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তারা শাহাবুদ্দিনের ছোট ভাই আইনজীবী এম এম শাহাদাত হোসেন বলেন, আমার ভাবি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছিল। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে তার হার্টে রিং পরানো হয়েছে।

তিনি আরও বলেন, দুপুরের পর আমার ভাবি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালাইসিস করা হলে সেখানে তিনি মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে সন্ধ্যার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনকে এশার বাদ জানাযার নামাজের পরে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, কিছুক্ষণের ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ।

ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image