• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাটোর আইনজীবী সমিতিতে আ'লীগ প্যানেলের জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম
নাটোর আইনজীবী সমিতির নির্বাচনে
আ'লীগ প্যানেলের জয়

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবকটিতে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ প্যানেলের। এতে সভাপতি পদে মোঃ আবু আহসান টগর এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক শেখ বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের সভাপতি পদে মোঃ আবু আহসান টগর ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী খান মোঃ আলী আজগর পেয়েছেন ১০০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক শেখ ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মোঃ শরীফুল ইসলাম মুক্তা পেয়েছেন ১১৬ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে প্রদীপ কুমার চৌধুরী পেয়েছেন ১৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম নোমান পেয়েছেন ১৩৬ ভোট। জুনিয়র সহ সভাপতি পদে মোঃ আখতার হোসেন পেয়েছেন ১৩৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন অর রশিদ বুলবুল পেয়েছেন ১৩৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহম্মেদ গোলাপ ১৪৬ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (রিপন) পেয়েছেন ১৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী শরিফুল ইসলাম ইমন পেয়েছেন ১৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোখলেসুর রহমান (রিপন) পেয়েছেন ১৩৬ ভোট। পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুল ইসলাম পেয়েছেন ৯২ ভোট। নিরীক্ষণ সম্পাদক পদে মোঃ রকিবুল ইসলাম ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ১৩৫ ভোট। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী বাকি বিল্লাহ পেয়েছেন ১৯২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুদীপ্ত সাওন পেয়েছেন ৮৫ ভোট। আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুফি মোঃ মমতাজ রায়হান (সিনা) ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহমুদুর রহমান প্রাং পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া মহিলা সম্পাদিকা পদে মোছাঃ আরজুমান্দ বানু পুস্প পেয়েছেন ১৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ কেয়া পারভিন পেয়েছে ১২৮ ভোট। 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image