• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 গৌরীপুরে বিনামূল্যে সার-বীজ পেল ২১০০ কৃষক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০২ পিএম
বিনামূল্যে
সার-বীজ পেল ২১০০ কৃষক

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২১০০ কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সরিষা বীজ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০নভেম্বর) উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন। প্রণোদনায় প্রত্যেক কৃষক ১ কেজি সরিষা বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপহসহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান ও শরীফুল ইসলাম প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image