• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সৌদি হামলায় ২ হাজার শিশু সেনা নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৯ এএম
নিহত ২ হাজার শিশু সেনা
ইয়েমেনের ২ হাজার শিশু সেনা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন যুদ্ধে হুতি বিদ্রোহীদের প্রায় দুই হাজার শিশু সেনা নিহত হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ২০২০ সালে প্রায় দেড় হাজার শিশু সেনা নিহত হয়েছে। দিনে দিনে এই সংখ্যা ছাড়িয়ে যাবে কয়েক'শ গুণে।

জাতিসংঘের মতে, সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় এখনও অনেক বেসামরিক প্রাণহানি হয়। ২০১৫ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধে দশ হাজারের বেশি শিশু এবং লাখের ওপর প্রাপ্ত বয়স্করা নিহত হয়েছেন।

শুধু তাই নয়, দেশ দুটো দাঁড়িয়েছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, কোটি কোটি মানুষজন ছেড়েছে তাদের ঘর-বাড়ি। 

বিশেষজ্ঞদের মতে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এখনও শিশুদের যুদ্ধের জন্য নিয়োগ করছে। এজন্য তারা গ্রীষ্মকালীন ক্যাম্প ও মসজিদকে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।শিশুদের কাজে লাগানোর জন্য গ্রীষ্মকালীন ক্যাম্প ও মসজিদ ব্যবহার না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, নিষেধাজ্ঞা না মানলে কঠোর বিধিনিষেধ আসতে পারে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image