• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কাতার বিশ্বকাপের গ্রুপ অনুযায়ী ডাকনাম 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২২ পিএম
কাতার বিশ্বকাপের গ্রুপ অনুযায়ী ডাকনাম 

নিউজ ডেস্ক : বিশ্বকাপ ফুটবল মানেই একটা মিনি বিশ্ব। ফুটবল বিশ্বকাপের আরেক নাম ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর কোনো ইভেন্টকে ঘিরে এইরকম সর্বজনীনতার সৃষ্টি বোধহয় সম্ভবই না। ফুটবল বিশ্বকাপের মতো দলগুলোরও রয়েছে অর্থবহ ডাকনাম।

কাতার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর ডাকনাম কী জানেন? কাতার বিশ্বকাপের গ্রুপ অনুযায়ী জেনে নেয়া যাক, সেই বিষয়ে। আজ থাকছে ডাকনাম আর পেছনের কারণ নিয়ে প্রথম পর্ব।

অস্ট্রেলিয়া- সকারুজ

অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু অনুযায়ী এই নাম দেওয়া হয়েছে।

কাতার- দ্য মেরুন

বিশ্বকাপের স্বাগতিক দল কাতারকে হোম জার্সির রঙ অনুযায়ী ‘দ্য মেরুন’ নামে ডাকা হয়।

ইকুয়েডর- লা ট্রি

দেশটির জাতীয় পতাকার তিনটি রং নির্দেশ করে এই নাম।

সেনেগাল- লায়নস অব তেরাঙ্গা

সেনেগালিজ শব্দ ‘তেরাঙ্গা’ এর অর্থ ‘সুন্দর আতিথেয়তা’। তাদের এভাবেই ‘তেরাঙ্গা লায়নস’ নামে ডাকা হয়।

নেদারল্যান্ডস– অরেঞ্জ

নেদারল্যান্ডসকেও জার্সি রং অনুযায়ী ডাকা হয়। তাদের জার্সির রঙ কমলা।

ওয়েলস- দ্য ড্রাগনস

তাদের পতাকায় আগুনমুখো ড্রাগনের ছবি থাকায় এই নামে ডাকা হয়।

যুক্তরাষ্ট্র- স্টার স্ট্রাইপস

পতাকার তারকা ও ফুটবল ফেডারেশনের স্ট্রাইপ লোগো মিলিয়ে এই নামে ডাকা হয়।

ইংল্যান্ড- থ্রি লায়নস

ইংল্যান্ডের জার্সির লোগোতে তিনটি সিংহ থাকায় এ নামে পরিচিতি তারা।

ইরান- টিম মেল্লি

ফারসি শব্দ ‘টিম মেল্লি’ অর্থ ‘জাতীয় দল’। এ ছাড়া ইরানের আরও ডাকনাম রয়েছে। এগুলো হলো ‘শিরান-ই-ইরান’ অর্থ ‘ইরানের সিংহ’, ‘শিরদেলান’ মানে ‘সিংহহৃদয়’ এবং ‘প্রিন্সেস অব পার্সিয়া’ বা ‘পার্সিয়ান রাজপুত্র’।

আর্জেন্টিনা- লা আলবিসেলেস্তে

আর্জেন্টিনার জার্সি ও পতাকার সাদা-আকাশি রঙ অনুযায়ী তাদের ‘লা আলবিসেলেস্তে’ বলা হয়।

সৌদি আরব- আল আখদার

সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ডাকনাম হলো ‘আল আখদার’। এর অর্থ ‘সবুজ’। আরেকটি ডাকনাম ‘আল-সাকার আল-আরাবিয়া’, যার অর্থ ‘আরবের বাজপাখি’।

মেক্সিকো- এল ট্রি

মেক্সিকান ভাষায় ‘এল ট্রি’ মানে তিন রং।

পোল্যান্ড- বিয়াতো-চাবোনি

বিয়াতো-চাবোনি অর্থ দাঁড়ায় সাদা-লাল।

ফ্রান্স- লা ব্লুজ

ফ্রান্সের জাতীয় ফুটবল দলের জার্সির রঙ ‘নীল’। তাই তাদের এই নামে ডাকা হয়।

তিউনিসিয়া - ইগলস অব কার্থেজ

কার্থেজ হলো তিউনিসিয়ার প্রাচীন নগরী। আর তাদের ফুটবল ফেডারেশনের ছবি অনুযায়ী তাদের এই নামে ডাকা হয়।

ডেনমার্ক- দ্য রড-ভি

এটি একটি ডেনিশ শব্দ। যার অর্থ হলো লাল ও সাদা। এটি ডেনমার্কের প্রধান জার্সির রংকে নির্দেশ করে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image