
নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলার শুনানির জন্য আদালতে গেছেন আশরাফুল আলম (হিরো আলম)। ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে হিরো আলমের আগমন উপলক্ষে অবস্থান নিয়েছেন বিএনপির কিছু নেতাকর্মী।
৭ আগস্ট (সোমবার) সকাল ১১টায় মামলার শুনানি হবে বলে সময় নির্ধারিত ছিলো। এদিন সকালে হিরো আলম জানান, মামলার শুনানির জন্য আদালতে গেছেন তিনি।
জানা গেছে, তিনি আদালতের আশপাশেই আছেন।প্রতিবেদন পাওয়া পর্যন্ত হিরো আলমকে আদালত প্রাঙ্গণে দেখা যায়নি। বিএনপির কিছু নেতাকর্মীকে আদালত প্রাঙ্গণে অবস্থান নিতে দেখা গেছে। হিরো আলমের জন্য অপেক্ষা করছেন বলে জানান তারা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: