• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা

মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংসদ্যরা ৷
আজ  মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলে  চা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নৃপেন পাল৷

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মজুরি বৃদ্ধির জন্য যে আন্দলোন ঘোষণা করেছিলো সেই ঘোষণার পর বাংলাদেশের সকল চা শ্রমিক নেতৃবৃন্দ, চা শ্রমিক মা বোন-ভাইসহ ছাত্র যুব সমাজ একযোগে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। সেই আন্দোলন সংগ্রামের সুফল হিসেবে গত ২৭ আগস্ট  বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। এবং গত ০৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ চা শ্রমিকদের সাথে কথা বলেন এবং চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন এবং তা পূরণের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী-কে ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল চা শ্রমিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালার সাথে কথা বলার সময় আমাদের ভূমির অধিকারসহ যে সকল বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি৷ আন্দোলন চলাকালীন সময়ে চার জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ যারা আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন তাঁদের কাছেও আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের সকল চা শ্রমিক ও ছাত্র যুব সমাজকে চা শ্রমিকদের নায্য মজুরির এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করার জন্য আমরা তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি৷

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ,সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা,অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ অনান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন৷

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image