
নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বিচারক বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের জন্য যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন। গত ৩ মে বিল ও মেলিন্ডা গেটস তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।
এই বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।
তারা এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছিলেন, আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।
মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন। সেখানেই দু’জনের পরিচয় হয়। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: