• ঢাকা
  • রবিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন রসাটম মহাপরিচালক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৬ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর অ্যাতমস্ত্রয় এক্সপোর্ট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

নিউজ ডেস্ক:   রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য জ্বালানি হস্তান্তর উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্য্যলয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাশিযার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ঈশ্বরদীর রূপপুর গ্রীন সিটিতে আসেন আসেন রসাটম মহাপরিচালক। রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর অ্যাতমস্ত্রয় এক্সপোর্ট অনুষ্ঠানটির আয়োজন করেন।

রসাটম জানায়, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে লিখাচেভ সৃজনশীল হতে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, ‘তোমাদেরকে নতুন কিছু চিন্তা করতে হবে এবং তা বাস্তবায়িত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে তিনি গোল্ডবার্গ নামক একটি বিজ্ঞানভিত্তিক গেইমে অংশগ্রহণ করেন। গেমটি চেইন রিঅ্যাকশনের ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত। স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে অঙ্কিত বিশাল একটি চিত্রকর্মে স্বাক্ষর করেন লিখাচেভ। চিত্রকর্মটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও তার পার্শ্ববর্তী প্রাকৃতিক পরিবেশ এবং জীবনধারা উঠে এসেছে।

অনুষ্ঠানে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজেন্ডার মানটিতস্কি, রূপপুর নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক ও অ্যাতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেইরি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ রসাটমের উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থীএসময় উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image