• ঢাকা
  • সোমবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩০ পিএম
১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর ড. মোশাররফ

নিউজ ডেস্ক:  উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেবেন ।

ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।

এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image