• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিপাহ ভাইরাস, ভারতে আতঙ্ক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম
ভারতে আতঙ্ক
নিপাহ ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় নিপাহ ভাইরাসে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ভাইরাসে দুজনের মৃত্যু ও ছয়জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আতঙ্কিত কেরালাবাসী। (হিন্দুস্তান টাইমসের খবর।)

আইসিএমআর-এর ডিজি এক সংবাদ সম্মেলনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বলেন, করোনার তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুহার বেশি। নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছেন, নিপাহ ভাইরাসে মৃত্যুহার করোনার চেয়েও বেশি। 

গত কয়েকদিন আগে নিপাহ ভাইরাস সংক্রমণের কারণে কেরালার কোঝিকোড় জেলার সাতটি গ্রাম পঞ্চায়েতকে 'কনটেনমেন্ট জোন' ঘোষণা করা হয়েছিল। এছাড়াও কয়েকটি স্কুল কলেজসহ সংক্রমিত এলাকার অফিসও বন্ধ করে দেয়া হয়েছে।

নিপাহ ভাইরাসে চলতি মাসের শুরুতে কেরালার কোঝিকোড় জেলায় একজনের মৃত্যু হয়। একই জেলায় অন্যজনের মৃত্যু হয় ৩০ আগস্ট। প্রাণ হারানো একজনের দুই স্বজনের দেহেও নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, নিপাহ ভাইরাসের যে স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট কেরালায় ছড়িয়েছে তা ‘বাংলাদেশি ভ্যারিয়েন্ট’। তিনি জানান, এই ভ্যারিয়েন্ট কম সংক্রামক, তবে মারণ ক্ষমতা বেশি। আর তা মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাচ্ছে।
  
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাণ হারানো দুজনের সংস্পর্শে আসা ১৬৮ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হচ্ছে। কেরালায় ২০১৮ সালের পর এটি নিপার চতুর্থ প্রাদুর্ভাব। ওই বছর ২৩ জন আক্রান্ত হয়। এদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়। 

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডবিয়া মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জানান, কেন্দ্রীয় সরকার কেরালা রাজ্যের পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

ভাইরাস আক্রান্তদের কোনো ওষুধ বা টিকা না থাকায় রোগীদের মৃত্যুর হার অনেক বেশি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image