• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০১ পিএম
ভারতে করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : একদিনের ব্যবধানে ভারতে করোনায় আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে প্রায় ১২ হাজার আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭ জন।

মঙ্গলবার (২৮ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৭ জনের মধ্যে কেরালার ১৫ জন। এ ছাড়া মহারাষ্ট্রে মারা গেছেন পাঁচজন। বাকিরা দিল্লি, পাঞ্জাব, ও মধ্যপ্রদেশের। করোনায় মৃতদের মধ্যে বেশির ভাগই টিকা গ্রহণ করেননি বলে জানা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭ জুন) সকাল ৮টায় জানিয়েছে, ভারতে এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বেশি।
 
নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন ৪,৩৪,০৭,০৪৬। গত একদিনে মোট পরীক্ষা হয়েছে ৩,০৩,৬০৪ টি। ২৪ ঘণ্টায় ২,৪৯,৬৪৬টি ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে। মোট টিকার ডোজ দেয়া হয়েছে ১,৯৭,১১,৯১,৩২৯টি।

সোমবার (২৭ জুন) এক দিনে দেশটিতে ২১ জনের মৃত্যু ঘটে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৫,০২০ জনে। বর্তমানে দেশটিতে মৃত্যুর হার ১.২১ শতাংশ। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫,২০৮ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image