
নিউজ ডেস্ক: আলোয় ঝলমলে হয়ে উঠেছে রাতের ঢাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে, এই আয়োজন। এমন আলোকসজ্জা দেখে মুগ্ধ রাজধানীবাসী।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিজয়ের ৫০তম দিবস। আর এ উপলক্ষ্যে লাল সবুজ আলোয় সেজেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ।
হালকা শীতের উপস্থিতি বিজয়ের আনন্দ যেনো কোটি বাঙালির হৃদয়কে আপ্লুত করে যাচ্ছে। বিজয়ের আলোয় নিজেদের ভাসিয়ে, শৃঙ্খলমুক্ত হওয়ার দিনটি প্রাণভরে উদযাপন করছেন সবাই। আক্ষেপের কথাও জানালেন অনেকে।
সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন ভবনের সামনে ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে বেড়িয়েছেন অনেকেই। এ যেনো অন্যরকম পুলক।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: