
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: এসো মিলি আপন ভূবনে মিলনের উৎসবে, এক হয়ে যাই মোরা ভালবাসার বন্ধনে এই আলোকে জামালপুরের ইসলামপুরে পুরাগড় প্রজন্মের মিলনমেলা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গোয়ালের চর ইউনিয়নে বৃহস্পতিবার পশ্চিম মহলগিরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পূর্ব পুরুষ মরহুম পুরাগড় প্রজন্মের উদ্দ্যোগে বংশ পরমপরায় মরহুম পুরাগড়ের উত্তরসূরি জামালদি, কামালদি, সামালদি ও ফাজালদি চারটি বংশের এই মিলন মেলা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলী রেজা সাইফুলের সভাপতিত্বে এতে মরহুম পুরাগড়ের উত্তরসূরী অবঃ শিক্ষা অফিসার একেএম আব্দুল বাছেদ, আঃ কাদের আকন্দ, হারুনুর রশিদ ফারাজী, সুপার তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ আঃ সালাম, আলী মর্তোজা মুকুল, আঃ বাছেদ আকন্দ, রওশন আলী, মাইনুল হক ফারাজি, হামিতুর রহমান আকন্দ, সামিউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মোজতবা বিপুল, সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন, শফিকুল ইসলাম ফারাজি, আকিবুল হাসান পলাশ, প্রভাষক সুজন রনি, ছামিউল হক,এড. রেজোয়ার য্বিশান,আলআমিন ফারাজি প্রমূখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকার, আকন্দ, ফারাজি, ফসকা বংসের হাজারো আপনজন এতে অংশ নেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: