• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সিআরবি রক্ষার নতুন শপথ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ এএম
নতুন করে শপথ নিয়েছেন আন্দোলনকারী

নিউজ ডেস্ক:  বন্দর নগরের ফুসফুস হিসেবে খ্যাত রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয় সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে ৯ মাস ধরে আন্দোলন করে আসছে চট্টগ্রামের নাগরিক সমাজ।

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে নতুন করে শপথ নিয়েছেন আন্দোলনকারীরা। বঙ্গবন্ধুর একজন কর্মী বেঁচে থাকতেও সিআরবির পরিবেশ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল করতে দেওয়া হবে না।'

বিকেলে সিআরবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাগরিক সমাজের নেতারা। এর পর কেক কাটেন তারা। পথশিশুদের মধ্যে খাদ্যও বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো বেনিয়া ও মাফিয়াগোষ্ঠীর জায়গা হবে না।

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, জাসদের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, স্বপন মজুমদার, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক নূরুল আজিম রনি, কবি মিনু মিত্র ও দিলরুবা খানম।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image