
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপি পৌরসভার ৯টি ওয়ার্ডে নানা আয়োজনে অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের আয়োজনে পৌর শহরের আমলাপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিশু সংগীতশিল্পী দীপ্র রায়ের সঞ্চালনায় পৌর সচিব মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাশেম, বারমারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক চন্দন দাস রাখাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, সহ এলাকার নতুন প্রজনের তরুণ সমাজ উপস্থিত থেকে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধেও বীরগাঁথা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদানের কথা শুনেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান সকলের উপর। উনার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতার করার আহবান জানানো হয়।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: