
নিউজ ডেস্ক: বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ’বিজয় দিবস প্রীতি‘ ম্যাচে বড় জয় পেয়েছে আতাহার-নান্নুদের শহীদ মুশতাক একাদশ। ৪২ রানে তাঁরা হারিয়েছে মেহরব অপি-হান্নান সরকারদের শহীদ জুয়েল একাদশকে।
বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বর) টি-২০ এই ম্যাচে শুরুতে ব্যাট করে ১৫০ রান তোলে শহীদ মুশতাক একাদশ। ব্যাট হাতে ৫৫ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার আতাহার আলী খান। তাঁর সাত চার ও এক ছক্কার ওই ইনিংসে দাঁড়িয়েই বড় সংগ্রহ পায় দল।
এছাড়া ওপেনার শাহরিয়ার বিদ্যুৎ ২৬ রান করেন। মোহাম্মদ রফিক-এর ব্যাট থেকে আসে ১৬ রান। তবে সংগ্রহ বড় করায় বড় ভূমিকা রেখেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রান করেন।
জবাব দিতে নেমে ৬ উইকেটে ১০৮ রান তোলে শহীদ জুয়েল একাদশ। হাবিবুল বাশার ২৮ বলে ২৯ রান করেন। পেসার মুশফিক বাবু ২৯ বলে ২৭ রান করেন। সাজ্জাদ আহমেদ ২১ বলে করেন ১১ রান। ম্যাচ শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিউজ ডেস্ক: বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ’বিজয় দিবস প্রীতি‘ ম্যাচে বড় জয় পেয়েছে আতাহার-নান্নুদের শহীদ মুশতাক একাদশ। ৪২ রানে তাঁরা হারিয়েছে মেহরব অপি-হান্নান সরকারদের শহীদ জুয়েল একাদশকে।
বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বর) টি-২০ এই ম্যাচে শুরুতে ব্যাট করে ১৫০ রান তোলে শহীদ মুশতাক একাদশ। ব্যাট হাতে ৫৫ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার আতাহার আলী খান। তাঁর সাত চার ও এক ছক্কার ওই ইনিংসে দাঁড়িয়েই বড় সংগ্রহ পায় দল।
এছাড়া ওপেনার শাহরিয়ার বিদ্যুৎ ২৬ রান করেন। মোহাম্মদ রফিক-এর ব্যাট থেকে আসে ১৬ রান। তবে সংগ্রহ বড় করায় বড় ভূমিকা রেখেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রান করেন।
জবাব দিতে নেমে ৬ উইকেটে ১০৮ রান তোলে শহীদ জুয়েল একাদশ। হাবিবুল বাশার ২৮ বলে ২৯ রান করেন। পেসার মুশফিক বাবু ২৯ বলে ২৭ রান করেন। সাজ্জাদ আহমেদ ২১ বলে করেন ১১ রান। ম্যাচ শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: