• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজউক পরিচালকসহ স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম
রাজউক, পরিচালকসহ, স্ত্রীর বিরুদ্ধে, দুদকের, মামলা

নিউজ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন এবং তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে।

বুধবার (০৩ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারি পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে এই মামলাগুলি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান।

এজাহারে উল্লেখ করা হয়, মোবারক হোসেনের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট এক কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকার সম্পদের তথ্য রয়েছে। যাচাইকালে পাওয়া রেকর্ড অনুযায়ী, বৈধ আয়ের উৎস হিসেবে ৬৯ লাখ ৩৯ হাজার ২০৮ টাকার হিসাব পাওয়া যায়। বাকী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার বৈধ উৎস প্রদর্শনে তিনি ব্যর্থ হন।

অন্যদিকে, সাহানা পারভীনের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২৬১ টাকার সম্পদের তথ্য রয়েছে। যাচাইকালে বৈধ আয়ের উৎস হিসেবে ৪১ লাখ ২ হাজার ১০৯ টাকার হিসাব পাওয়া যায়। বাকী ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার বৈধ উৎস প্রদর্শনে তিনি ব্যর্থ হন।

মামলার এজাহারে আরও বলা হয়, সাহানা পারভীন তার স্বামী মোবারক হোসেনের অসাধু উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এভাবে, মোবারক হোসেন ও সাহানা পারভীন পরস্পর যোগসাজশে দেড় কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image