
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওসাকায় একটি ভবনে আগুন লেগে অন্তত ২৭ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। অগ্নিদগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে শহরের কেন্দ্রস্থলে ব্যস্ত বাণিজ্যিক এলাকার একটি ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ২৭ জনের কোন খোঁজ মেলেনি। মৃতদের মধ্যে কেউ কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
যেই ফ্লোরে আগুন লাগে সেখানে একটি সাইকিয়াট্রিক ক্লিনিক ছিল বলে জানা যায়। পরে আগুনের শিখা ভবনের ছাদ পর্যন্ত উঠে যায়।
এক বৃদ্ধ জানান, তিনি একজন মহিলা ওই ভবনের জানালা থেকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখেন। কেন আগুন লেগেছে ঘটনা তদন্ত করছে পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: