নিউজ ডেস্ক : পঞ্চগড়ে প্রখর রোদ আর তাপদাহের মধ্যেও থেমে নেই শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষের। এই তীব্র তাপদাহে সাময়িক স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু সমাজ কল্যাণ সংস্থা পঞ্চগড়ে সরবত বিতরণ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার বেলা একটা থেকে তিনটা পর্যন্ত এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক অটোরিকশা, ভ্যান চালক ও পথচারীদের শরবত পান করানো হয়। শরবতে ছিল নিরাপদ বরফ পানি, লেবুর রস,চিনি, লবণ, তকমা ও ইসবগুলের ভুষি।
এসময় সংগঠনটির সভাপতি ইউসুফ রেদোয়ান সায়েম, সাধারণ সম্পাদক মাহমুদুল তুষার, সদস্য দীপু, রুদ্র, কামু উপস্থিত ছিলেন।
শরবত পান করে আনারুল, আইবুল জানান, পেটের তাগিদে অটো ভ্যান নিয়ে বের হয়েছি গরম শয্য করতে পারছিনা। শরবত পান করে শরীরে একটু জোর আসলো।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুল ইসলাম বলেন, এমন আবহাওয়ায় বেশি বেশি করে পানি বা শরবত পান করতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: