• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আইসিসির সেরা ৩ টাইগার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
আইসিসির সেরা
তালিকার দশে রয়েছেন টাইগারা

নিউজ ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বুধবার (৭ ডিসেম্বর)। টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিতে সাকিব রান দিয়েছিলেন মাত্র ৩৬। এমন নৈপুণ্যে ৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়ে সেরা দশে ঢুকলেন তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৯ নম্বরে।

এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের রশিদ খানেরও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সবশেষ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের মাধ্যমে ৬ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ষষ্ঠ স্থানে। যদিও লঙ্কানরা ওই ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয়। 

আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এছাড়া দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি আর পাঁচে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেন। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। দুজনই আছেন র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে অ্যান্ডারসনের স্থান তিনে, রবিনসন ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image