সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : শিক্ষার্থীদের দাবির মুখে সাউথ সন্দ্বীপ কলেজ অতিরিক্ত ফি ফেরত দিতে বাধ্য হয়েছে। জানা যায়, শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়ায় সন্দ্বীপের চারটি কলেজ অভিযুক্ত হয়। প্রবেশপত্রের নামে নেওয়া এই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে শিক্ষাবোর্ড কঠোর নির্দেশনা দিলেও এক মাস পরেও প্রতিষ্ঠানগুলো টাকা ফেরত দেয়নি।
রবিবার (১১ আগস্ট) সকালে সাউথ সন্দ্বীপ কলেজের এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা টাকা ফেরত পেতে আন্দোলনের ডাক দেয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সরেজমিনে দেখা যায়, তারা কলেজ অধ্যক্ষকে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে।
এক পর্যায়ে, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার হস্তক্ষেপে কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়।
ইউএনও রিগ্যান চাকমা জানান, গত মাসে এই অনিয়মের খবর প্রকাশের পর তিনি অভিযুক্ত চার কলেজের অধ্যক্ষদের জরুরি তলব করে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
তিনি আরও জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তিনি কলেজ অধ্যক্ষদের আবারও নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে টাকা ফেরত দেওয়া হয়।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: