
মজিবর রহমান,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জনসাধারণকে নদী রক্ষায় সচেতনতা করার লক্ষ্যে নদী দিবস পালিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মি ভৌমিকের নেতৃত্বে বিশালএক র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন।
র্যালীতে মুক্তি যুদ্ধা, রোবার স্কাউট দল,গণমাধ্যমকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উর্মি ভৌমিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সব- সেক্টর কমান্ডের সুন্দর বন অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার মজিবুল হক খান মজনু,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ,থানা ইন্সপেক্টর (অপারেশন) আবদুল হালিম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রুকুনুজামান শরীফ, রিপোর্টাস ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা কমর্কতা রুহুল আমিন,শিক্ষার্থী অনুরাধা তিথী,আবদুল্লা ইমন প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: