
মুহাম্মদ সুফিয়ান তাসদীক
যে নদী বয়ে চলে না আর এঁকে বেঁকে
তার স্রোতধারা,
যে তরু দাঁড়িয়ে আছে পাতাহীন ডালা নিয়ে
মৃতুপ্রায় হয়ে,
তাকে ভালোবাসা দাও।অশেষ ভালোবাসা।
যে পাখি ডাকে না আর
মৃদু মধুর ছন্দ তুলে,
শীতল বিহানে কিচিরমিচর সুরে,
তাকে ভালোবাসা দাও।অশেষ ভালোবাসা।
যে মাঠে হয়না ফসল,কঙ্করপ্রায় যে মাঠের মৃত্তিকা,
পুস্প বাগের যে ফুল
পরে যায় ঝরে,গাছের ডালাতে আর
যার হয়না থাকা,
তাকে ভালোবাসা দাও।অশেষ ভালোবাসা।
যে ফল সুমিষ্টহীন ,যাতে নাই
কোন স্বাদ, আর
সবুজ শ্যামল বিনা সেই অরণ্য বুক,
তাকে ভালোবাসা দাও।অশেষ ভালোবাসা।
ভালোবাসা দাও প্রকৃতির মহোনাকে।
প্রভুর সৃষ্টি বলে।
অশেষ ভালোবাসা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: