• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিমলায় ত্রাণ বিতরণ ও সেবা দোড় গোড়ায় পৌঁছে দিতে এ্যাম্বুলেন্স উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম
ত্রাণ বিতরণ ও সেবা দোড় গোড়ায় পৌঁছে দিতে এ্যাম্বুলেন্স
এ্যাম্বুলেন্স উদ্বোধন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ত্রাণ বিতরণ ও উপজেলার টেপাখড়িবাড়ী  ইউনিয়ন বাসির দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ২০১৯-২০ অর্থবছরের (এলজিএসপি-৩) এর ১১লাখ ২০ হাজার টাকার অর্থায়নসহ আনুষঙ্গিক ব্যয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুন)বিকেলে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে ফিতা কেটে এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন।এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

একইদিনের বিকেলে তিস্তা নদীর বন্যায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলির বাজার সংলগ্ন স্বপন বাঁধের কিছু অংশ ভেঙে বেশকিছু বসত বাড়িতে পানি প্রবেশ করায় সরেজমিনে পরিদর্শন করে পানিবন্দি হয়ে পড়া ১৫০ জনের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে(জিআর)চাউল বিতরণ করেন জেলা প্রশাসক।

ঢাকানিউজ২৪.কম / মহিনুল ইসলাম সুজন/কেএন

আরো পড়ুন

banner image
banner image