
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে এক বর্গাচাষীর তিন একর জমির করলা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ তোজাম্মেল হক (তেজা) একই ইউনিয়নের লক্ষীপুর মৌজার তিন প্লটে প্রায় ২৫ একর জমি বর্গা নিয়ে করলা চাষ করেন।
অধিকতর পরিচর্যা করায় করলা গাছে পর্যাপ্ত ফল আসে। গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ২৫ একর করলা ক্ষেতের মধ্যে প্রায় তিন একর জমির করলা গাছ কেটে দিয়েছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা।
করলা চাষী তোজাম্মেল হক বলেন, করলা গাছ কেটে দিয়ে আমার প্রায় আট লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা।এব্যাপারে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং-৭৯, তারিখ: ২/০৯/২০২১। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, এমন শত্রুতা দু:খজনক। করলা চাষী থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী
আপনার মতামত লিখুন: