• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিয়ানমারে ভয়াবহ বন্যার কবলে, লাখো মানুষ বাস্তুচ্যুত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩৬ পিএম
মিয়ানমার ভয়াবহ বন্যার কবলে
লাখো মানুষ বাস্তুচ্যুত 

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এখন পর্যন্ত বন্যায়  ৩৩ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দুই লাখের বেশি মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সাহায্যের জন্য জান্তাপ্রধান মিন অং হ্লাইং অনুরোধ জানিয়েছেন।
 
শুক্রবার জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশি দেশগুলোর সাথে যোগাযোগ করা প্রয়োজন।’
 
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সংঘাতে বিধ্বস্ত মিয়ানমারের রাজধানী নেইপিদোসহ বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

জান্তা সরকার বলেছে, শক্তিশালী টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
 
খবরে বলা হয়েছে, বন্যায় দেশের কিছু এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মধ্য মান্দালয় অঞ্চলের একটি স্বর্ণখনি এলাকায় ভূমিধসে বেশ কিছু লোকের চাপা পড়ার খবর তদন্ত করে দেখা হচ্ছে।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সংঘাতে আক্রান্ত দেশটিতে বন্যার কারণে দুর্দশা আরও তীব্র হয়েছে।
 
টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এই পরিস্থিতি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
 
জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাই এবং সরকারের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বন্যায় মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে, বন্যা ও ভূমিধসে মিয়ানমারে অন্তত ১৬০ জনের প্রাণহানি হয়েছে।
 
শনিবার টাংগুর একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে বলেন, সিতাং নদীর পূর্ব তীরে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে। উদ্ধার করার জন্য তাদের কাছে পর্যাপ্ত নৌকা নেই বলে তিনি জানান।
 
গত জুলাই মাসেও উজানে ভারি বৃষ্টিপাতের কারণে ইরাবতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে তীরবর্তী শহর ও গ্রামগুলোতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল হাজার হাজার মানুষ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image