
সজিবুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রেসক্লাব কার্যলয়ে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় প্রেসক্লাবের সভাপতি এএম রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমূখ।
এসময় এএম রায়হান ও সাহীন ইসলাম বলেন, ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর প্রভাষক শাহিন ইসলামকে সভাপতি করে লালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় এ সাংবাদিক সংগঠনটি।
বিগত ১১ বছর ধরে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করেছে লালপুর উপজেলা প্রেস ক্লাব। সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটির প্রতিটি সদস্য।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: