• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিশুদ্ধ প্রক্রিয়া চলমান রয়েছে: আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪৪ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিশুদ্ধ প্রক্রিয়া চলমান রয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক :  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না তবে এর অপব্যবহার রোধে এটি পরিশুদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (০৩ মে) বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে করা হয়নি, এটি করা হয়েছে সাইবার অপরাধ দমনে। বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী উল্লেখ করে আনিসুল হক বলেন, সরকার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে না। 
 
প্রথম আলো গণতন্ত্রের শত্রু - সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য কতটা গ্রহণযোগ্য; সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সবার যেমন বাকস্বাধীনতা আছে, প্রধানমন্ত্রীরও আছে। আর প্রথম আলোর সম্পাদক জামিন পেয়েছেন। জনগণই নির্ধারণ করবে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়।
 
গণমাধ্যমের স্বাধীনতার লিস্টে বাংলাদেশ যদি আফগানিস্তানের নিচে থাকে, তবে সেটা আসলেই প্রশ্নের সৃষ্টি করে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আনিসুল হক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image