নিউজ ডেস্ক: স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান আজ দুপুর ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন- দেশের এই সংকটময় মুহূর্তে সিরাজুল আলম খানের মতো দেশপ্রেমিক আজীবন বিপ্লবীকে হারানো দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। প্রগতিশীল রাজনীতির প্রবাদ পুরুষ সারাজীবন দেশের জন্য অকাতরে বিলিয়ে নিজেকে দিয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সিরাজুল আলম খান। তাঁর মৃত্যুতে শোকাভিভূত গণফোরাম এবং স্মৃতিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: