
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: মোছাঃ সালেহা আক্তার নাজমিম নামে ৭ বছরের একজন হতদরিদ্র দিনমজুরের কন্যা শিশু সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন।
সিরাজগঞ্জ এনায়েতপুর কাদরিয়া হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার হার্ডে ফুটা ধরা পড়ে। ডাক্তার দ্রুত শিশুটির হার্ড অপারেশন করা কথা বলেন। অপারেশন করতে প্রয়োজন প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। পিতা দিনমজুর বেলাল হোসেন এর জন্য এতগুলো টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
এমনিতেই তার একার আয়ে রোজগারে পরিবারে ৬ জন সদস্যকে নিয়ে চলতেই হিমশিম খেতে হয়। বেলাল হোসেন তার প্রান প্রিয় ফুটফুটে কন্যাকে বাঁচাতে বিত্ত্ববানদের আর্থিক হযোগীতা অনুরোধ করছেন।
ঢাকানিউজ২৪.কম / মোঃ হারুন-উর-রশীদ
আপনার মতামত লিখুন: