• ঢাকা
  • রবিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পলাশবাড়ীতে হেরোইনসহ কারাবারি গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৩ পিএম
পলাশবাড়ীতে হেরোইনসহ
কারাবারি গ্রেফতার

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাহাতাব মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে তার কাছে থাকা ৭৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত মাহাতাব মিয়া রাজশাহীর গোদাবাড়ী উপজেলার মইশালবাড়ী আলীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পটির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর বাঁশকটা এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে শিশির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে সিটে বসে থাকা মাহাতাবের কাছে রক্ষিত সবজির ব্যাগের ভেতর থেকে ৭৭ গ্রাম হেরোইন জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাতাব তার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত মাহাতাবকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image