নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই কয়েদির মধ্যে সংঘর্ষের ঘটনায় মোঃ হান্নান মিয়া (৪১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম্বার ছিল ৪০৫০/এ।
বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।
কারাগারের কারারক্ষী আব্দুর রহিম জানান, সকালে মানসিক ওয়ার্ডে দুই কয়েদির মধ্যে মারামারি শুরু হয়। এতে মোঃ হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিম আরো জানান, নিহত মোঃ হান্নান মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামে। তিনি আবুল কাশেমের সন্তান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: