
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ এবং মুফতি মেহবুবাকে বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নেতারা যেন ধরনায় বসতে না পারেন সেজন্য গৃহবন্দি করা হয়। পুলিশের ভারী ট্রাক তাদের বাড়ির দরজায় রাখা হয়েছে। শিকল লাগানো হয়েছে সদর দরজায়।
রাজ্য দ্বিখণ্ডিত হওয়ার পর জম্মু ও কাশ্মীরের বিধানসভার সীমানা পুনর্গঠনের কাজে হাত দেয় কমিশন। উপত্যকার সব রাজনৈতিক দল এই আসন বিন্যাসের প্রস্তাবের বিরোধিতার পাশাপাশি কমিশনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।
ওই প্রস্তাবের বিরোধিতার জন্য শান্তিপূর্ণ ধরনার কর্মসূচি গ্রহণ করেছিল পাঁচদলীয় জোট গুপকর অ্যালায়েন্স। তা বানচাল করতেই তিন সাবেক মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: