• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কৃষি খাতে দুর্নীতিবাজদের পদত্যাগের দাবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪১ এএম
দুর্নীতিবাজদের পদত্যাগের দাবি
কৃষি খাতে

নিউজ ডেস্ক : কৃষির অন্তত ১২টি দপ্তরেই ‘দুর্নীতিবাজ’ হিসেবে চিহ্নিত মহাপরিচালক-চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা এসব মহাপরিচালক-চেয়ারম্যানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন। এ কারণে এসব শীর্ষ কর্মকর্তা কেউ আত্মগোপনে, আবার কেউ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, কেউ পদত্যাগে পথ খুঁজছেন। অনেক প্রকল্প পরিচালকও ‘সেফ এক্সিট’ খুঁজছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা কৃষিবিদ মাসুদুল হক ঝন্টু বলেন, ‘মহাপরিচালক সরকার পতনের পর আর অফিস করছেন না। তাকে আমরা আসার জন্য অনুরোধ করছি। তিনি অনুপস্থিত থাকায় প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’ 

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে শীর্ষ কর্মকর্তারা আত্মগোপনে থাকলে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। যদি কাজে যোগদানের পরিবেশ না থাকে, তাহলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করে অন্য কাউকে কাজের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অবসরে যাওয়ার পরও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন অফিসে গেলেও এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন। পদায়ন, নিয়োগ, বদলি, কেনাকাটাসহ  নানা অনিয়মের কারণে এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ  কর্মকর্তারা।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো. আবদুল আউয়ালের পদত্যাগ ও শাস্তি দাবি করেছে প্রতিষ্ঠানের সর্বস্তরের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image