
খাগড়াছড়ি প্রতিনিধি: বর্তমান সরকার আমলেই বহুপ্রতিক্ষিত রামগড় স্থলবন্দরের কার্যক্রম চালু করা হবে, তাতে করে ভারত বাংলার উন্নয়নের দ্বার আরো খুলে যাবে, ফলে পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালীরা যেমন সুফল পাবে তেমন সুফল ভোগ করবে সারা বাংলাদেশের মানুষ। খাগড়াছড়ি জেলার রামগড় স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় এ সকল কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আজ সোমবার দুপুরে স্থলবন্দর মৈত্রীসেতু ১ এলাকায়, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সঞ্চালনায় মোঃআলমগীর,(অতিরিক্ত সচিব ) চেয়ারম্যান বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়,এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি),এময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম(কামাল),প্রকল্প পরিচালক সরওয়ার হোসেন (যুগ্ন সচিব),রামগড় থানার ওসি সামসুজ্জামান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃমোস্তফা হোসেন,সাধারন সম্পাদক কাজী নুরুল আলম(আলমগীর), পৌরআওয়ামীলীগ সা,সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আরো বলেন পাহাড়ের এ উন্নয়ন শান্তিচুক্তির ফসল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তিচুক্তি না হলে পাহাড়ে এত উন্নয়ন কখনোই সম্বভ হতনা, প্রধান অতিথি তার বক্তব্যে পাহারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় এছাড়াও সরকারি বেসরকারি জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ইলেক্ট্রনিক- প্রিন্ট মিডিয়া- সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / রিপন সরকার/কেএন
আপনার মতামত লিখুন: