• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারে পালিত হচ্ছে ঈদুল ফিতর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৮ পিএম
ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইম
কক্সবাজারে পালিত হয়েছে ঈদের জামাত

নিউজ ডেস্ক:   করোনা সংকটের দু’বছর পর উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের সহযোগিতা ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাহমুদুল হক।

ঈদ জামাতে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমানসহ প্রায় ২০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করে।

পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শহরের অন্যতম বড় মসজিদ বায়তুশ শরফ মসজিদে সকাল পৌনে নটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এছাড়াও পৃথক সময়ে পৌরসভার ১২ ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদগুলোতে ঈদ জামাতে মুসল্লীরা অংশ নেন।

নামাজ শেষে সবাই সবার সাথে কুশল বিনিময় ও বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। এসময় সেমাই, ফিন্নি, বিরিয়ানিসহ নানা মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত হচ্ছে অতিথিরা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image