
নিউজ ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এতে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে সফরকারীরা।
চার উইকেট হাতে রেখে ৭৩ রানের লিড নিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ৫৭ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। এ সময় ৭৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলি রাব্বি।
চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামেন ইয়াসির আলি রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান আগে টিম সাউদির শিকার হন মিরাজ। টম ব্লান্ডেলের তালুবন্দী হওয়ার আগে মিরাজ করেন ৪৭ রান। তিনি খেলেন ৮৮টি বল। মিরাজের ইনিংসে ছিল ৮টি চার। ৪৪৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এতে সপ্তম উইকেট জুটিতে ইয়াসির-মিরাজ ৭৫ রানে পার্টনারশিপ ভাঙে। পরে ইয়াসির ২৬ রান করে আউট হলে তাসকিন আহমেদ (৫), শরিফুল ইসলামও (৭) দ্রুত বিদায় নেন।
ব্ল্যাকক্যাপসদের পক্ষে ট্রেন্ট বোল্ট চারটি, নেইল ওয়াগনার তিনটি, সাউদি দুইটি ও জেমিসন একটি করে উইকেট নেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: