
আন্তর্জাতিক ডেস্ক : ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সুসান ওজস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। পোস্টে তিনি লিখেন, তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।
২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যোগ দিয়েছিলেন সুসান।
প্রতিবেদনে বলা হয়েছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন।
নীল মোহন আমেরিকান মাইক্রোসফটেও কাজ করেছেন। এছাড়া জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ২৩এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
গুগলের আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেছেন মোহন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে নেয় গুগল। এছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও এডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: