
ডেস্ক রিপোর্টার: যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো তীব্র ঠান্ডা ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশটির লাখো মানুষ এখন রয়েছেন অন্ধকারাচ্ছন্ন অবস্থায়।
শুক্রবার ইউএসের তথ্য বলছে, বরফ ঝড় আঘাত হানার পর টেক্সাস, আরাকানসাস, টেনেসি থেকে শুরু করে ওহাইয়ো, নিউ ইয়র্কে প্রায় ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
এক সংবাদে আল জাজিরা বলছে, মার্কিন অঙ্গরাজ্যগুলোতে হিমশীতল বৃষ্টি ও তুষারপাতে গাছের ডালপালায় স্বচ্ছ বরফের আস্তরণ জমেছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের কিছু অংশে প্রবল তুষারপাতের পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ইউটিলিটির মুখপাত্র গেল কারসন।
আবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, তীব্র বাতাস এবং বরফে সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে রাজ্যটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিছে।
তীব্র তুষারপাতের মধ্যে টেনেসির মেমফিস মহাসড়কে দুর্ঘটনার মুখে পড়েছে অন্তত ১৬টি গাড়ি। এতে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় আরও চারজন সামান্য জখম হয়েছেন।
ঝড়ে যুক্তরাষ্ট্রে প্লেন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার দেশটিতে ৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার ঝড় শুরুর আগে বাতিল করা হয়েছিল আরও দুই হাজারের বেশি ফ্লাইট।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: